1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 5:38 am

মহিলা সমিতির উদ্যোগে বার্সেলোনায় খৃস্টাব্দ ২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ খৃস্টাব্দ বরণ উদযাপন

বকুল খান
  • Update Time : Wednesday, January 4, 2023
  • 812 Time View

মহিলা সমিতির উদ্যোগে বার্সেলোনায় খৃস্টাব্দ ২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ খৃস্টাব্দ বরণ উদযাপন


বৎসরের বিদায় নতুন বছরের শুভাগমনকে বরণ করেন মেহেতাব হক জানুর পরিচালনায়, মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে ৩১ ডিসেম্বর ২০২২ইং স্হানীয় হলরুমে থার্টি ফাষ্ট উৎযাপিত হয়।

বিদায়ের ঘন্টা বাজে আগমনি বর্তায়, ২০২২ এর বিদায় ২৩ এর খাতায় লিখে নতুন বছরের শুভক্ষনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন মহিলা সমিতির সভাপতি মেহেতাব হক জানু। হাততালি দিয়ে গানের সুরে সুরে অনুষ্টানকে মুখরিত করে তোলেন মহিলা সমিতির নেতৃবন্দ ও আগত অতিথিরা।

নতুন বছর কে স্বাগত জানাতে উপস্হিত ছিলেন মেহেতাব হক জানু, মনজু স্বপন, রিতা আহমেদ, স্বপ্না রহমান, দিলরুবা, জেবুন্নেছা জেবু,
তাহমিনা আক্তার, তাহমিনা আমিন, দীবা গাজী, তাইফা রহমান, মালাইয়া সাঈদ, লাকী টোকন, দীপানুর তাজ, দীপ্তি, জাহান দীপ্তি, আফরিন মনি, ট্রাভেল্স এর স্বাত্বাধীকারী হুমা, আরিফ খান রোবেল, টুকন নুরা আমিন, পলাশ, রুহুল আমিন সহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

মহিলা সমিতির নেতৃরা বলেন বরাবরের মত এবারও আমরা নতুন বছরকে স্বাগত জানাতে
একসাথ হয়েছি। নতুন বছর ২০২৩ সাল যেন সবার জন্য আনন্দ ও সুখময় হয়।পরিশেষে উপস্হিত সবাইকে স্বাগত জানিয়ে সভাপতি
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category