1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
October 2, 2025, 9:44 pm

ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর অফিস উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, September 26, 2025
  • 186 Time View

★ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভায় নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত।

বাংলাদেশ-ইতালি প্রেস সংগঠন এর সেতুবন্ধন,”ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি”(প্রতিষ্ঠাকাল -২০০৯ খ্রীঃ এবং ইতালিয়ান সরকারি রেজিষ্ট্রেশন নাম্বার- ১৭৪) এর ইতালি ও বাংলাদেশ নিয়ে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি ও অভিষেক আগামী ১৫ নভেম্বর রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসের মেস্ত্রে শহরের ভিয়া আলেয়ার্দি (এর কলবে) হলরুমে আয়োজন করার জন্য আহবায়ক কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং উক্ত অভিষেক অনুষ্ঠানে ইটালি, বাংলাদেশ ও ইউরোপ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে গত ২০ই সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৫টায়”ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি”এর অফিস উদ্বোধন করা হয় এবং নতুন অফিসে আহবায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্বে করেন বাংলা ৫২ টিভি দর্শক ফোরাম ইতালির এর সভাপতি ও প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ। সভা পরিচালনায় ছিলেন যৌথভাবে সাংবাদিক ইতালিয়ান নাগরিক জর্জ কেরেনসি ও সাংবাদিক আবুল কাসেম শান্ত বেপারি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট লুডোভিকা বাস্তেরী, উপদেষ্টা এডভোকেট আলবার্তো বাস্তেরী, উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর আহবায়ক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, কো- আহবায়ক বিশেষ বক্তা সাংবাদিক আজিম মুন্সি।
আরও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন
সাংবাদিক ডালিম মাহমুদ ডালিম,সাংবাদিক আবুল কাসেম শান্ত বেপারি,
সাংবাদিক সফিকুল ইসলাম, সাংবাদিকা শিরিন উদ্দিন, সাংবাদিক আর এস আলম হোসেন (সৌকত), কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব জনাব হান্নান মিয়া, গোলাম মিয়া, বাদশা মিয়া মৌলবী রবিউল করিম প্রমূখ।

কার্যকরী সভাশেষে কয়েকজন সাংবাদিকের নিকট তাদের নিয়োগপত্র ও পরিচয়পত্র হস্তান্তর করা হয় তারা হলেন, যথাক্রমে ইতালি বিশেষ প্রতিনিধি ইতালিয়ান নাগরিক জর্জ কেরেনসি, ইতালি ব্যুরো চীফ শিরিন উদ্দিন, ইতালি নর্থ পাদোভা বিশেষ প্রতিনিধি হিসেবে সফিকুল ইসলাম এবং
ভেনিস প্রতিনিধি আবুল কাসেম শান্ত বেপারি।

পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category