1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 4:55 am

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভা অনুষ্ঠিত
বড় পরিসরে একুশে ফেব্রুয়ারি উদযাপনের সিদ্ধান্ত

মোহাম্মদ মেসবাহউদ্দিন আলাল
  • Update Time : Monday, January 2, 2023
  • 794 Time View

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভা অনুষ্ঠিত
বড় পরিসরে একুশে ফেব্রুয়ারি উদযাপনের সিদ্ধান্ত

ভালোকাজের সাথে বৃহত্তর কুমিল্লা সমিতি আছে এবং থাকবে এই স্লোগানে সমিতির এক জরুরী সভা গত ০১ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসাইনের পরিচালনায় গতকাল সন্ধ‍্যা ৫.৩০ মিনিটে ভিয়া অলিভেতে অবস্থিত Amici Resturent এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান। এসময় সভায় সমিতির নতুন বছরের কার্যপ্রনালী নিয়ে উপস্থিত সকলে প্রানবন্ত আলোচনায় অংশ নেয়। সভায় সকলের সিদ্ধান্তক্রমে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশের সাথে মিল রেখে একুশের প্রথম প্রহরে স্থানীয় ঢাকা বিরিয়ানী হাউজের হলরুমে অস্থায়ী শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পণের মধ‍্যদিয়ে মহান একুশে ফেব্রুয়ারি পালন করা হবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সকলের অংশগ্রহনে ২দিনব‍্যাপী আনন্দভ্রমনের মধ‍্যদিয়ে ফ‍্যামিলি ডে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সমিতির গতিশীলতা অব‍্যাহত রাখার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয। সভায় বক্তারা আগামী দিনে আরো বেশী বেশী সামাজিক এবং মানবিক কাজ করার প্রত‍্যয় ব‍্যক্ত করেন। ইমাম হোসাইনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ‍্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরই বৃহত্তর কুমিল্লা সমিতির সম্মানিত উপদেষ্টা ছিদ্দিকুর রহমান বকুলের মৃতুতে‍্য শোক প্রস্তাব আনা হয়। এসময় মরহুেমর রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব‍্যবসায়ী আবুল কালাম আজাদ, উপদেষ্টা নজরুল ইসলাম পাটোয়ারী, রফিকুল ইসলাম, হুমায়ূন কবির, সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী আওলাদ হোসেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস‍্য সচিব সাংবাদিক মেজবাহ উদ্দিন আলাল, ১নং সদস‍্য শরীফুল আলম মৃধা, যুগ্ম সম্পাদক আজাদ খান, তথ‍্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সরকার তাজ, আপ‍্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার, প্রচার সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক আবু হানিফ, সহ প্রচার সম্পাদক জব্বার মিয়াজী প্রমুখ। সকলের অংশগ্রহনে নৈশ ভোজের মধ‍্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category