1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
February 20, 2025, 7:34 pm

বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে বসন্ত বরণ ও পিঠা উৎসব

রাসেল আহমেদ
  • Update Time : Monday, February 17, 2025
  • 40 Time View

রাসেল আহমেদ ফ্রান্স থেকে
ফ্রান্সের মেরী দ‍্যু পি আর পি তে প্রতিষ্ঠিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত  হয়েছে।

প্রতি বছরের ন‍্যায় এবারও ২৫৬৮ বুদ্ধ বর্ষের বেদনা বিধুর মাঘীপূর্ণীমা উদযাপন করা হলো।
বুদ্ধ এই দিনে প্রকাশ করেছিলেন তাঁর অন্তিম দিনটি । অর্থাৎ পরবর্তী তিন মাসের বৈশাখী পূর্ণিমা দিনে মহাপ্রয়ানের কথা ।

বুদ্ধ শিক্ষায় জীবনের প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রাণী অপ্রতিরোধ্য এই পরিণতির দিকেই যাচ্ছে। তাই মরণকে ভয় নহে ; বরং যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সৎ চিন্তা , সৎ কাজে ও সদালাপে অতিবাহিত করাতেই জীবনের সার্থকতা।
বুদ্ধের এই শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আজকে বাঙলার আদি সংস্কৃতি শীতকালীন পিঠা উৎসব ও বসন্ত উৎসবে শিশুদের চিত্রাঙ্কন এবং ভক্তিমূলক গাথা, ও ছড়া কবিতা প্রতিযোগিতার আয়োজন হয়েছে।
অনুষ্টানের শুরুতেই জাতীয় সংগীত ও পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষিত হয়।
এতে আয়োজকদের পক্ষ থেকে অনভূতি প্রকাশ করেন ভদন্ত আনন্দ ভিক্ষু ,সুরমা বড়ুয়া ও পল্লবী বড়ুয়া।
পাপড়ি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্টানে
প্রতিযোগিতায় অংশ গ্রহনরত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়।
বিহার পরিবারের স্থানীয় শিল্পী নজল বড়ুয়া  ,চয়ন বড়ুয়া এবং শর্মী মুৎসুদ্দী দেশীয় গানে গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category