মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল ইউরোপ বুরো চীপ
..যিনি সততা নিষ্ঠা আন্তরিকতা দিয়ে নিজের কাজ করেন। এবং নিজের ও মানুষের জীবন কে উৎকৃষ্ট তার আলোকে সাজানো যার একমাত্র লক্ষ্য। এমন কি ব্যাক্তি সমাজ ও জাতি যারা একধাপ পিছিয়ে আ ছে তাদের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করার সুদৃঢ় মনোভাব রাখে । তিনি হলেন আমাদের সকলের সুপরিচিত কুমিল্লা জেলার অহংকার দাউদকান্দি ইলিয়টগঞ্জ ইউনিয়ন বীরতলা গ্রামের কৃতি সন্তান বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সম্মানিত উপদেষ্টা, কুমিল্লা জেলা সমিতি ভেনিস এর প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান অফ এ এন এস ইন্টারন্যাশনাল
কেম্পানী (মালিক) গোপনীয় মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, বিশিষ্ট ব্যবসায়ী
মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব এর একমাত্র ছেলের আরাহাম নূরের আকিকা উপলক্ষে ভেনিস মেস্তে সেন্টার নিকটবর্ত্তী ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাতের ভোজনে আয়োজিত অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত কুমিল্লা কমিউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, ভেনিসে সাংবাদিক সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই সময় পরিবারের পক্ষ থেকে আরাহাম নূরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply