1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 24, 2025, 11:47 pm

বার্সেলোনায় প্লাসা পেদ্রো শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বার্সেলোনা থেকে – জেবুন্নেছা
  • Update Time : Friday, February 24, 2023
  • 659 Time View

কন্সুলেট দে বাংলাদেশ বার্সেলোনার আয়োজনে বার্সেলোনার প্লাসা পেদ্রো,শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিশোক দিবস পালন হয়।কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার কন্সুলেট সিনিয়র রামন পেদ্রোর তত্বাবধানে
রকম সকম ইভেন্ট নিয়ে মিনার চত্বরের এবারের ২১ শে ফেব্রুয়ারি উৎযাপনের দিনটি ছিল ভিন্ন রকম ।কোন সংগঠনকে একক দায়িত্ব না দেয়ায় সকলের স্বতঃস্ফূর্ত
উপস্হিতি চোখে পড়ার মত॥
শোক আত্মত্যাগ ও অহংকারের এই দিনটিকে স্মরণে রেখে
সর্বস্তরের মানুষ শহীদ চত্বর প্লাসা পেদ্রোতে ফুল নিয়ে বিকাল ৪.৩০ মিনিট থেকে জমায়েত হতে থাকে।রাজনৈতিক সামাজিক ও জিলা সংগঠন গুলো কোরাস কন্ঠে”আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” চির চেনা গানের মাধ্যমে শহীদ বেদীতে ফুল দিতে দেখা যায়।
পরিচালনার দায়িত্বে ছিলেন পর্যায়ক্রমে কামরুল মোহামেদ,নুরুল ওয়াহীদ, শফিক খান,মেহেতা হক জানু।
শহীদ বেদীতে ক্রমান্বয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কন্সুলেট দে বাংলাদেশ বার্সেলোনার পক্ষে সিনিয়র রামন পেদ্রো,মিরন নাজমুল,সমাজ কর্মী কামরুল মোহামেদ,আফাজ জনি, মেহেতাব, নবীন সহ আরো কয়েক জন।আজুন্তামেন্ত দে বার্সেলোনার পক্ষে জরদি রাবাচ্চা সহ কয়েকজন।পারলামেন্তো দে কাতালোনীয়ার পক্ষে দিপুতাদা জেসিকা গন্জালেস। বাংলাদেশ আওয়ামী লীগ কাতালোনীয়া বার্সেলোনার পক্ষে বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেসা,সফিকুল ইসলাম স্বপন,
খুরশীদ আলম বাদল,মোশারফ বেপারী,খালেদুর রহমান সহ আরো কয়েক জন।বার্সেলোনা আওয়ামী লীগ এর পক্ষে শাহ আলম স্বাধীন, মহিউদ্দিন হারুন,হানিফ শরীফ,এনামুল কবির মজনু,জাফার হোসাইন,রাজু গাজী সহ আরো কয়েক জন।সান্তা কলোমা আওয়ামী লীগ এর পক্ষে মোখলেছুর রহমান নাছিম,এ কে আজাদ মোস্তফা,মোঃ নীরু তালুকদার সহ আরো কয়েক জন।বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাতালোনীয়ার পক্ষে জেবুন্নেছা জেবু,সাবরিনা জাহান পুতুল, নাজমা নাহার,শামসুন নাহার রেনু,ঝর্না মিথিলা,দিবা গাজী,জানু হক।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার্সেলোনার পক্ষে শফিকুর রহমান শফি,হারুনুর রশীদ,ফয়সাল আহমেদ,লাইবুর রহমান,আক্তার হোসেনস সহ কয়েক জন,বাংলা স্কুল বর্সেলোনার পক্ষে নজরুল ইসলাম চৌধুরী,আওয়াল ইসলাম, জাহান আরা জানু,মোহাম্মদ জুয়েল আহমেদ সহ কয়েক জন,বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার পক্ষে সাব্বির আহমেদ দুলাল,উত্তম কুমার,ইকবাল বকসি,এলাইছ মিয়া,আব্দুল জব্বার, উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়ার পক্ষে শফিক খান,দিবা রাজু,সোহেল গাজী সহ কয়েক জন, বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার পক্ষে মেহেতাব হক জানু,মুন্নি পাখি,তাইফা রহমান,রুপা আলম ,দিবা সহ কয়েক জন।চট্রগ্রাম সমিতির পক্ষে আকতার,
খোকন ,মহিউদ্দিন হারুন ,আনোয়ার হোসেন রাজু গাজী,মিথিলা ফারুক,দীবা গাজী,জেবুন্নেছা,আক্তার হোসেন, সহ কয়েক জন।ভয়েস অব বার্সেলোনার পক্ষে ফয়সল আহমেদ, লিমন আহমেদ বিজয়,সুমন আহমেদ সহ কয়েক জন,স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষে নুরা আমিন টোকন,ফয়সাল সহ কয়েক জন।এছাড়া ও মাদারীপুর জেলা সমিতি , মহিলা সমিতি,বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা,ইয়ং ফেডারেশন,দোকান মালিক সমিতি সহ সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গকে শহীদ মিনারে ফুল দিতে দেখা যায় ।
ফুল দেয়া পর্ব শেষ হলে কামরুল মোহামেদ, মিরন নাজমুল ও স্কুল শিক্ষিকা শাহানা ইয়াছমিন শানু,সাবরিনা জাহান পুতুল,মুন্নি পাখির তত্বাবদানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়,চিত্রাঙ্কন শেষে বিচারক মন্ডলী ক খ গ শাখায়
প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান নির্ধারণ করে পুরুষ্কার প্রধান করা হয়।
আজুন্তামেন্ত দে বার্সেলোনার (রেখিদর দে সিউতাত বেয়া)জরদি রাবাচ্চা বলেন ২১শের ভাষা শহীদদের আত্মত্যাগ ও দেশপ্রেম পৃথিবীর বুকে উদারন হয়ে থাকবে।
ভাষার জন্য জীবন উৎসর্গ দ্বিতীয়টি আর নেই।বাংলাদেশীদের
প্রানের দাবী পূর্ণাঙ্গ শহীদ মিনার স্হাপনের ব্যপারে তিনি আশ্বাস প্রদান করেন।
সিনিয়র রামন পেদ্রোর ৫২সালের ভাষা আন্দোলনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সহ বাংলাদেশীদের দেশের প্রতি ভালবাসার ভূয়সী প্রসংশা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কাতালোনীয়ার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেছা বলেন বায়ান্নের সুত্র ধরে ৭১ এর স্বাধীনতা।রাষ্টভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে সালাম জব্বার বরকত, রফিকের বুকের রক্তে স্বাধীনতার বীজ বোনা হয়।যাহা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষনার মধ্য দিয়ে আমাদের বিজয়।
মেহেতাব হক জানুর পরিচালনায় সন্ধা ৬.৩০ মিনিট এ সাইদ মোহাম্মদ স্বপনের কবিতা আবৃত্তির মাধ্য দিয়ে শুরু হয় একুশে সাংস্কৃতিক সন্ধা।বর্সেলোনার বিখ্যাত শিল্পীদের দেশাত্ববোধক গানে সকল দেশপ্রেমীদের মনে ফুটে উঠে স্মৃতির বাংলাদেশ।দিবা গাজী,আনোয়ার হোসেন রাজু গাজী ও অমির গাওয়া গান গুলো ২১ শে ফেব্রুয়ারির মিলনায়তন শহীদ চত্বরকে আকর্ষনীয় করে তুলে।রাত ৯টায় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্হিত সবাইকে ধন্যবাদ দিয়ে ২১ শে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category