শাওন আহমেদ- ইতালীর নাপলী শহরের সান জোসেফে বসবাসরত দেলোয়ার মুহাম্মদ এর অকাল মৃত্যুতে কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন দক্ষ সাংগঠনিক, পরোপকারী ও কবি, লেখক এবং সাংবাদিক। তার চলে যাওয়া যেন কমিউনিটি থামিয়ে দিয়ে গেল। শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে
পৃথিবীতে প্রত্যেক মানুষই মরণশীল, কিন্তু কিছু কিছু মানুষের অকাল মৃত্যু সমাজের মানুষ যেন কোন ভাবেই মেনে নিতে পারে না। তেমনি ইতালীর বন্দর নগরী নাপলীর সান জোসেফ বসবাসরত বাংলাদেশী প্রবাসী দেলোয়ার মোহাম্মদ। নাপলীতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের সাথে আন্তরিক ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক। কমিউনিটির মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের নিরলস ও নিঃস্বার্থ ভূমিকা পালন করতেন। দেলোয়ারের অকাল মৃতুতে কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রিয় মানুষকে চির বিদায় জানাতে নাপলী, ছাড়াও রোম ও অন্যান্য শহর থকে
মানুষজন আসেন। দল, মত, ধর্ম বর্ণ র্নিভেদাভেদে সর্ব স্তরের মানুষ জড়ো হয় জানাযার স্থানে। দেলোয়ার অভাব অপূরণীয় বলে মন্তব্য করেন অনেকে
মরহুম দেলোয়ারের দেশের বাড়ী ছিল সিলেটের গোলাপগঞ্জ থানার চন্দরপুর গ্রামের, স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী কিছুদিনের মধ্যে তারিখ মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।
Leave a Reply