1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 6:59 am

বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলের অস্ত হয়েছে

Reporter Name
  • Update Time : Wednesday, April 27, 2022
  • 1158 Time View

সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ১০ নং উওর বাদেপাশা ইউনিয়নের গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলের সভা শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে শুরূ করেন  গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্টের ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ।

অনুষ্ঠান পরিচালনা করেন গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শাহ আলম।এবং সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহিম আল-হাসান।

সভাপতিত্ব করেন জনাব লুৎফুর রহমান গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট।

উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন।

এছাড়াও
প্রধান অথিতি-জনাব এম ডি নূর বাংলাদেশ কমিটি ইন ফ্রান্স

বিশেষ অথিতি-জনাব আজাদ মিয়া সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ।

বিশেষ অথিতি-জনাব মাহবুবুল কয়েছ সহ সভাপতি গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ।

বিশেষ অথিতি-জনাব নাজমুল কবির সম্পাদক ফ্রান্স দর্পন।

বিশেষ অথিতি-জনাব-রাব্বানি হেলাল সাধারণ সম্পাদক বৃহত্তর বাগলা প্রবাসী এসোসিয়েশন।

বিশেষ অথিতি-জনাব বিলাল আহমদ সাবেক সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ

জন্টু দাস-সিনিয়র সভাপতি গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স
সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেব বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স।

রায়হান উদ্দিন রাজু কোষাধ্যক্ষ গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট।
আব্দুর রহিম আল-হাসান সাংগঠনিক সম্পাদক গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট।
জিলাল আহমদ মেম্বারসীপ সেক্রেটারী।
আব্দুল্লাহ উদ্দিন সহ মেম্বারসীপ সেক্রেটারী।
সিপন আহমদ সহ মেম্বারসীপ সেক্রেটারী।
সাজু মিয়া,মুমিত আহমদ,সুমন আহমদ,টুনু মিয়া,খালেদ আহমদ,নাজমুল ইসলাম বাবলু।

উল্লেখ্য যে,সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন বাদেপাশা গ্রামের এমন আন্তরিকতা থাকায় তাদের গ্রামের বহিঃবিশ্বে চড়িয়ে থাকা সকল রেমিটেন্স যুদ্ধা  ও দেশে অবস্থানরত সকল  সহযোগিতায় নগদ এক কোটি টাকা বাজেটে তাদের গ্রামের রাস্তা ঘাটের উন্নয়ন করা হয় এবং প্রায় ১০ লক্ষ টাকার সৌর বিদ্যুত লাইটিংয়ের কাজ করানো হয় ভবিষ্যতে এ রকম ঐক্যবদ্ধতার সাথে গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট কাজ করতে চায় বলে আশ্বাস দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব শাহ আলম সাহেব।

তাছাড়া ফ্রান্সে নবাগত যারা আসছেন তাদেরকে কিভাবে দিক নিদর্শনা দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধতার সাথে ফ্রান্সে বোকে একখন্ড বাদেপাশা গ্রাম তৈরী করতে চান গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্টের নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category