বাংলাদেশ সার্বজনীন পূজা পরিষদ এর আয়োজনে ৫ দিন বেপি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে । ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাভ কর্নবের দন্তনে একটি স্থানীয় হল রুম এই পূজা উদযাপন করা হয়।সংগঠনের পক্ষ থেকে সপ্তমী অষ্টমী ও নবমীতে সারাদিন পূজার পর সন্ধ্যা থেকে রাত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এতে অংশগ্রহণ করেন ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন শিল্পীরা। তবে বিশেষ আকর্ষণ ছিল বলিউড পানামা। পাঁচদিন ব্যাপী আনন্দ উল্লাসে মেতেছিল হাজারো প্রবাসী বাংলাদেশী। পূজা মন্ডপে মনে হয়েছিল এক টুকরো বাংলাদেশ। এতে ফ্রান্সে বেড়ে ওঠার মতো নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও আসেন এবং তার ধর্মীয় বিষয়ে অবগত হন। সেই সাথে বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হন। পূজাতে বাংলাদেশেরও ছাড়াও বিভিন্ন দেশের মানুষ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মা দুর্গাকে বিদায় দিয়ে বিজয় দশমী পালন করা হয়।দশমীতে ছিল পূজা মন্ডপে শত শত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে যেখানে এক পারিবারিক মিলন মেলায় পরিণত হয় । নানান সাজে মা দুর্গাকে বিদায় দিতে উপস্থিত হন ভক্তরা।
দশমীতে ভক্তবৃন্দরা বলেন মা দুর্গাকে বিদায় দিতে অনেক কষ্ট হলেও মাকে হাসিমুখে আমরা বিদায় দিচ্ছি। পূজায় আশায় সকলে আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর পূজা আয়োজন করার জন্য।
Leave a Reply