পরিবার পরিজন ছাড়া প্রবাসে প্রবাসীরা এক রকম যান্ত্রিক জীবন পার করছেন। তবে কাজের ফাঁকে নিজকে কিছুটা আনন্দ দিতে মনকে সতেজ রাখতে বিভিন্ন সংগঠন বিভিন্ন আনন্দমেলার আয়োজন করে। বাংলাদেশ মা দূর্গা সার্বজনীন ঐক্য পরিষদ প্যারিস ফ্রান্স এর উদ্যোগের সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের লাকর্ণব থেকে ফ্রান্সের জনপ্রিয় সমুদ্র সৈকত ইতরার উদ্দেশ্যে দুটি বাসে করে রওনা হন।
সংগঠনের সভাপতি রিপন মজুমদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস পরিচালনায় ভ্রমণে উপস্থিত ছিলেন নব মজুমদার, সুজিত দাস মুন্সী, সুরেশ চক্রবর্তী, লক্ষন শর্মা, দেব নারায়ণ মল্লিক, গণেশ পাল, সুমন বৈরাগী, অরবিন্দ মজুমদার
৯,হিমেল চক্রবর্তী, পলাশ বাড়ই, জয়দেব বালা, রাজীব দত্ত, শ্রী বাস বাগচী, লাপোস বাড়ই, আশিস বালা, সুশান্ত সরকার, অসীম বৈরাগী,সবুজ বাগচী, সুজন মালাকার, পঙ্কজ মন্ডল, সন্জীত কীর্তনীয়া, দীপক বালা, অরজীত বোস
সহ আরো অনেকে । পুরো দিন পর সমুদ্রে আনন্দ উল্লাসে মেতে ছিলেন সকলেই। এ যেন এক মিলন মেলায় পরিণত হয় প্রবাসীদের মাঝে। পরে বিকালে সমুদ্র পাড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, ছেলেদের ফুটবল সহ সংস্কৃতিক অনুষ্ঠান। পরে খেলায় বিজয় দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply