1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 21, 2024, 2:23 pm

বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের উদ্যোগে কমিউনিটির সম্মানে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, April 30, 2022
  • 905 Time View

বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের উদ্যোগে কমিউনিটির সম্মানে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুর রহমান,মাদ্রিদ(স্পেন):
স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র লাভাপিয়েছ এর রাজপূত রেষ্টুরেন্টে বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেন এর উদ্যোগে কমিউনিটির সম্মানে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানটি অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খানের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এইচ,এম দবির তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্য‍্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সরোয়ার মহমুদ এনডিসি, বিশেষ অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল।
বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন কর্তৃক কমিউনিটির সম্মানে বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সারোয়ার মাহমুদ (স্পেনেনিযুক্ত বাংলাদশের রাষ্ট্রদূত )বলেছেন , জীবনকে পরিশুদ্ব করে গড়ে তুলার মাস মাহে রমজান |বছরের ব্যক্তি ও সমষ্টিগত সকল۔ ভুল ভ্রান্তি মুছে নতুন উদ্যমে একযোগে কমিউনিটির সবাইকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর বর্তমান সভাপতি আল মামুন ,সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,
কাজী এনায়েতুল করিম তারেক ,বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার ,ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ,স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি একরামুজ্জাম কিরণ , সাধারণ সম্পাদক রিজভী আলম ,যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী ,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল ,
গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি ,
বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ۔গাজীপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের অসীম ক্রিস রিবেরি ,গ্রেটার সিলেটের সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজাক্কির , বৃহত্তর রংপুর সমিতির কমিউনিটি ব্যক্তিত্ব আবু বক্কর , উত্তর বঙ্গ সমিতির সংগঠক মুনির বাহার উদ্দিন ,বাংলাদেশ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান , ,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ওহিদ ,দপ্তর সম্পাদক পিয়াস পাটোয়ারী,সহ দপ্তর সম্পাদক এমদাদুল হক,সদস্য আহমদ আসাদুর রহমান সাদ ,সিলেট জেলা এসোসিয়েশনের যুগ্ম۔ আহবায়ক আফসর হুসেন নীলু সাইফুল ইসলাম ইকবাল ,আসাদ আলী ,তরুণ সংগঠক হুমায়ুন কবির রিগ্যান ,দক্ষিন সুরমার সিনিয়র . সহ সভাপতি লাল শাহ মিয়া ,সাধারণ সম্পাদক লিয়াকত আলী বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ সভাপতি সেলিম আলম ,সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজী ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসেন মোঃ ইকবাল ,প্রচার সম্পাদক সাইফুল আমিন ,ক্রীড়া সম্পাদক তামিম ইকবাল ,নির্বাহী সদস‍্য সাইফুর রহমান ,জিয়াউল হক জুমন প্রমুখ |
অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন আল ইসলাহ স্পেন এর সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব‍্যাক্তিত্ব মাওলানা আসাদুজ্জান রাজ্জাক |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category