দক্ষিণ ফ্রান্সে পিংক সিটি তুলুজ কমিউনিটির সম্মানে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্বক আলোচনা সভায় সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিমের সভাপতিত্বে সাধারন সম্পাদক শাকের চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন তুলুজ সিটির মেয়র জন লুক মুদেনক, বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, তুলুজ সিটির ডিপুটি মেয়র জিলালী লাহিয়ানী, ডিপুটি মেয়র জন পল বুশ ডিপুটি মেয়র ম্যাদাম দেলমো ।
বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ফারুক হোসাইন, উপদেষ্ঠা মোতালেব মিয়া, সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, রেজাউল হক খান রাজু, আব্দুর রহিম আকাশ, যুগ্ম সম্পাদক মোঃ শিফাত, শাকিল চৌধুরী সহ আরো অনেকে।
সভাপতি তার বক্তব্যে তুলুজে মুসলিম কমিউনিটির জন্য একটি ইসলামিক সেন্টার ও মসজিদ স্থাপনের দাবি তুলে ধরেন মেয়রের কাছে। মেয়র জন লুক মুদেনক তার বক্তব্যে আশ্বস্থ্য করেন তুলুজ মিউনিসিপাল ফ্রাংকো বাংলা সম্পর্ক উন্নয়নে যথাসাধ্য চেষ্ঠা করবেন।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply