1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
March 31, 2025, 11:38 am

ববিনী মেয়র এর সাথে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর জরুরী আলোচনা সভা,

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Saturday, March 22, 2025
  • 73 Time View

ববিনী ডিপার্টমেন্ট ৯৩ মেরির মাননীয় মেয়র মহোদয়ের সাথে আজকে ফ্রান্স স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর একটি জরুরী আলোচনা সভা, মেয়র মহোদয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বরলিপির আগামী দিনের কিছু কার্য‍্যক্রম প্রানবন্ত ও সফলতার সাথে চুড়ান্ত সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত গুলি হলো ববিনী এলাকায় একটি স্হায়ী শহীদ মিনার নির্মান,যা ২০২৩ সাল থেকে নিয়মিত আলোচনা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত ছিল । আজকে আলহামদুলিল্লাহ্ সব কিছু চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ‍্যে মেরীর আর্কিটেকের সাথে পুনরায় মিটিংয়ের মাধ‍্যমে শহীদ মিনারের বিস্তারিত রুপ ধারন অবহিত করে, আগামী মে মাসে বাংলাদেশ কমিউনিটির সকল ভাইবোনদের উপস্থিতিতে স্হায়ী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্হাপন করা হবে।
স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আগামী ১৩ এপ্রিল ২০২৫ রবিবার দুপুর ৪ ঘটিকার সময়,পহেলা বৈশাখ বাংলা শুভনবর্ষ ১৪৩২ বাংলাদেশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ববিনী মেরির দ্বিতীয় তলায় স্হানীয় Grand হলে সেলিব্রেশান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । স্বরলিপি পরিবারের পক্ষ থেকে মেয়র মহোদয় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের প্রাণবন্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বরলিপি পরিবারের, সম্মানিত, সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শাকিল সরকার, উপদেষ্টা আমিন খান হাজারী, সহ সভাপতি পুষ্পরানী দাস, শিলা ঘোষ, সদস‍্য মিথি লিটন, শাহাদাত হোসেন লিটন, তানিমা রানী, শিলা তালুকদার সহ আরো অন‍্যান‍্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category