1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 2:05 pm

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শামীম হক, ত্যাগী ও বিচক্ষণ নেতা

Reporter Name
  • Update Time : Monday, May 16, 2022
  • 835 Time View

“” বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শামীম হক, ত্যাগী ও বিচক্ষণ নেতা “”
স্পেন প্রতিনিধি :সর্ব ইউরোপ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ ও অভিনন্দন জানিয়ে সভা করেছে স্পেন আওয়ামীলীগ | মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন আওয়ামীলীগের সভাপতি দুলাল সাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ জাকির হুসেন |বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে শামীম হকের ষত্যাগ ,বিচক্ষণতা এবং কর্মী বান্ধব নেতা আখ্যা দিয়ে তার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন , স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুর রহমান , আব্বাছ উদ্দিন ,মনির হুসেন ,রিপন۔۔ হাওলাদার বাবলু চৌধুরী , লালু চৌধুরী ,সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক জালাল হুসেন, পারভেজ আহমেদ ,স্পেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাদ . স্পেন যুবলীগের আহ্বায়ক এনাম আলি খান ,যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার ,শেখ রুবেল ,সদস্য দুলাল ,সোহেল মিয়া ,ইনসান উদ্দিন ,মামুন মিয়া প্রমূখ |পরে উপস্থিত নেতাকর্মীরা শামীম হকের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদপুর জেলা আওয়ামীলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন |অনুষ্ঠানের শেষের দোয়া ,এবং মিষ্টি বিতরণ করা হয় |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category