ফ্রান্স বিএনপি আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস এর নিকটবর্তী মেরি দো ওভার ভিলে একটি হল রুম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রান্স-বিএনপির সভাপতি এম সাইফুর রহমান, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ তাহের, লন্ডন থেকে টেলি কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক, অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বেলজিয়াম বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুল রহমান লিটন, এছাড়ো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপি’র সভাপতি আকুল মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মাহবুব হোসেন, সহ আরো অনেকেই।
বক্তারা আলোচনায় বলেন বিজয় এক দিনের অর্জন নয় এটি ছিল একটি চলমান প্রক্রিয়া। একাত্তরের মুক্তিযোদ্ধা কোন বিশেষ দলের নেতৃত্ব হয়নি। দেশের আপামার জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণপণের লড়াই এর মধ্য দিয়ে বাংলাদেশ নামে রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়েছে।
পরে ফ্রান্স-বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের বাংলাদেশ গমন উপলক্ষে সকল নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান শেষে দেশ মাতৃকার জন্য দোয়া করে এবং ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply