1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 21, 2024, 5:18 pm

ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে দেশের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Monday, October 2, 2023
  • 585 Time View

বাংলাদেশ আওয়ামীলীগ এর বিগত ১৫ বছরের সফলতা অর্জন উপলক্ষে ফ্রান্স আওয়ামীলীগ এর উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত ৷

গতকাল রবিবার (০১-১০-২০২৩) প্যা‌রিসের অভিজাত একটি কনফারেন্স হল রুমে বাংলাদেশ আওয়ামীলীগ বিগত ১৫ বছরের নানান সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিশাল শান্তি সমাবেশ এর আয়োজন করে ৷ শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি মাহবুবুল হক কয়েছ , পরে ১৯৫২ ভাষা আন্দোলন , ৭১ এর স্বাধীনতা, সহ দেশের কল্যাণে আত্মহুতি দান কারী বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্বরনে এক মিনিট নীরবতা পালন করে , জাতীয় সংগীত পরিবেশন শেষে আওয়ামীলীগ সরকারের বিগত ১৫ নানান সফলতা অর্জনের, উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের প্রামাণ্য চিত্র দেখানো হয় ৷

সংগঠনের সভাপতি সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞালনায় প্রধান অতিথির টেলি কন্ফারেন্সে বক্তব্য রা‌খেন কুমিল্লা ১ দাউদকান্দি তিতাসের এম পি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া ৷
প্রধান বক্তা হিসাবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি নুরুল আবেদিন
সহ সভাপতি – শাহজাহান শাহী
হাসান সিরাজ,
আমিন খান হাজারী ,
হারুন আর রশিদ ,
মাহবুবুল হক কয়েছ ,
সহিদ মিয়া ,
আলমগীর হোসেন খান ,
খোরশেদ আলম ,
রাসু মিয়া,
হেমায়েত উদ্দিন ,
যুগ্ম সাধারণ সম্পাদক ,
আজিজুর রহমান ,
নজির কামালী ,
আল আমিন খান হাজারী ,
অধির সুত্রধর অপু,
মাহমুদুল হক
আলফু মিয়া
সাংগঠনিক সম্পাদক
শাকিল সরকার
সায়েস্তা মিয়া
শাহ আলম
প্রজেস চক্রবর্তী
সম্পাদক বৃন্দ

কামরুল হাসান
এ আর সোলেমান কবির
সাইফুজ্জুমান
জিল্লুর রহমান
সদস‍্য
আনিছুর রহমান লাল
আব্দুল মালিক মানিক
যুবলীগ নেতা মাজেদ
ছাত্রলীগ নেতা
ইলিয়াস খান ছাদ
সামিম আহমেদ
ইয়াছিন রহমান দুর্জয় প্রমুখ
সহ
প্রমূখ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, নেতৃবৃন্দ ৷

বক্তরা বলেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্য নিয়েই সবাই দেশে গিয়ে আওয়ামী সরকার কে পূনরায় নির্বাচিত করতে হবে ৷ এতে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category