ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফ্রান্সে’র রাজধানী প্যারিসের কুটুমবাড়ি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু রাসেল সহ ৭৫ এর ১৫ ই আগস্ট যাদের নির্মমভাবে হত্যা করেছে এবং একাত্তরের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কাশেম,কামরুল হোসেন বকুল, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, শাহজাহান রহমান, সুব্রত ভট্টাচার্য শুভ, আবু মোর্শেদ পাটোয়ারী,নুরুল হক ভূঁইয়া উপদেষ্টা মন্ডল এর সদস্য সালেহ আহমেদ চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ফয়সাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু সহ ফ্রান্স আওয়ামী লীগ, প্যারিস মহানগর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ সহ আরো অনেকে। এই সময় বক্তারা শিশু রাসেল সহ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। এবং সেই সাথে শেখ হাসিনার কাছে জোরালো আহ্বান জানানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশু রাসেল সহ তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন সেই সকল হত্যাকারীরা যারা এখনো পলাতক আছেন তাদের ধরে শাস্তির আওতায় আনা হোক।এবং আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ সরকার আবারও নির্বাচিত হয় সেই জন্য দেশ ও প্রবাসের সকল নেতৃবৃন্দকে একসাথে হয়ে কাজ করার আহ্বান জানান। পরে সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
Leave a Reply