1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
April 18, 2025, 11:42 pm

ফ্রান্সে স্বরলিপির আয়োজনে নববর্ষ উদযাপন

রাসেল আহমেদ
  • Update Time : Wednesday, April 16, 2025
  • 20 Time View

ফ্রান্সে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। রাজধানীর প্যারিসের নিকটবর্তী নিকটবর্তী ববিনী মেরির হল রুমে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বৈশাখী উৎসব এক মিলন মেলায় পরিণত হয়।

আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলি সুমন শাহ আলম, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববিনী মেরির মেয়র Abdel sadi। এছাড়াও উপস্থিত ছিলেন স্বরলিপির উপদেষ্টা অবনী চন্দ্র দাস গোপাল,মোতালিব খান , আমিন খান হাজারি, সহ-সভাপতি পুষ্পারাণী দাস, মাহমুদুল হক, আলী আক্কাস, নাসির উদ্দিন আহমেদ
সহ আরো অনেকেই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুগ্ম সম্পাদিকা হ্যাপি চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদিকা নিশিতা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে ভায়োলিনের সুরে জাতীয় সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিশু শিল্পী আরশি। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পাবন দাস বাউল। এছাড়াও ছিল মিষ্টি বিশ্বাস, মলি চৌধুরী , মাহিরা, সামিরা সহ স্বরলিপির সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠানের নাচে গানে আনন্দ উল্লাসে মেতেছিল ছিল অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাই। উপস্থিত সকলে বলেন প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজনে আমরা বাংলাদেশী আমেজ পাচ্ছি। আমাদের মনে হচ্ছে এই যেন এক টুকরো বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category