1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 1:28 pm

ফ্রান্সে মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাসেল আহমেদ
  • Update Time : Tuesday, December 13, 2022
  • 874 Time View


ফ্রান্সে মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধান প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান  হয়।
অনুষ্ঠানে মাথিউরার কৃতিসন্তান বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও মিজানুর রহমান লিটন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেলওয়ার হোসেন দুলু,জাহেদ আহমদ, ফয়জুল হাসান সহ…. প্রমূখ। পরে
অভিষেক অনুষ্টানে সবার সর্বসম্মতিক্রমে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
প্রধান উপদেষ্টা- সরোয়ার হোসেন টিপু
উপদেষ্ট ১.আবুল কালাম আজাদ
২.বদরুল ইসলাম
৩.দেলওয়ার হোসেন দুলু
৪.জাহেদ আহমদ
৫.মুস্তাফিজ আহমদ সাদেক
৬ হোসেন আহমদ
৭.মিজানুর রহমান
৮.মস্তুফা উদ্দিন
৯ জাকির হোসেন
১০.সফর উদ্দিন
১১.শামিম উদ্দিন
১২.আব্দুল হাকিম
১৩.ফয়জুল হাসান
উপদেষ্টা কমিটির অনুমতিক্রমে আগামী ১বছর এর জন্য
মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভাপতি নির্বাচিত হন শরিফ উদ্দীন,
সিনিয়র সহ সভাপতি- আব্দুল হামিদ মিলু,
সিনিয়র সহ সভাপতি,গিয়াস উদ্দীন
সাধারন সম্পাদক-মিজানুর রাহমান লিটন,
যুগ্ন সাধারন সম্পাদক-ওমর ফারুক সুহিন,
অর্থ সম্পাদক-সুহেল উদ্দীন
সহ-অর্থ সম্পাদক-সরোয়ার আহমদ,
সাংগঠনিক সম্পাদক-আনোয়ার হোসেন লিটন
সাংগঠনিক সম্পাদক-আব্দুস সালাম।
করে কমিটি ঘোষণা করা হয় এবং অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব দেলোয়ার হোসেন ,তারেক আহমদ,ইফতেখার আসিফ,এমরান হোসেন,শাহরুল আলম,ওমর ফারুক সুহিন। আনোয়ার হুসেন লিটন,কামরুল আলম অপু,সুহেল উদ্দিন। সরোয়ার আহমদ।  কিবরিয়া আহমেদ ,শফিউল আলম সফি,আমির হোসেন,ফাহিম আহমদ,টুনু মিয়া সহ আরো অনেকে।
বক্তারা মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মাথিউরা ফ্রাস প্রবাসীদের ও দেশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category