ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর সম্মানার্থে প্যারিসে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ক্যাথসীমাস্থ শাহজালাল সুইটস এণ্ড রেস্তোরাঁয় বিপুল সংখ্যক প্রবাসী বাজারবাসীর সরব উপস্থিতিতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিল্প সাহিত্য ও মানবাধিকারের দেশ ফ্রান্সে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক প্রবাসীরা বসবাস করে আসছেন। সেই সাথে দেশ ও প্রবাসীদের কল্যানে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সহ প্রতি বছর মাহে রমজানে প্রবাসীদের সম্মানে বিনীবাজারবাসীর উদ্যোগে ইফতারের আয়োজন করে থাকেন।
এরই ধারাবাহিকতায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক এনায়েত হোসেন সোহেল।
কমিউনিটি নেতা আলী উদ্দিন সুমনের পরিচালনায় ইফতার মাহফিলে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সহ সভাপতি মাহবুবুল হক কয়েছ,জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের সহ সভাপতি আহম্মেদ মোজাক্কির চৌধুরী, কুলাউরা অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আব্দুর রহমান।
মাওলানা হোসাইন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, সাংবাদিক জাকির হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারন সম্পাদক মিজানুর রহমান, ওভার ভিলা মাদ্রাসার কোষাধ্যক্ষ ছাদিকুর রহমান, সমাজ সেবক হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাছুম আহমদ,সাইফুল ইসলাম , মাথিউরা উন্নয়ন সংস্থার ফ্রান্সের সভাপতি কবির আহমদ, সমাজকর্মী আলী হোসেন,সুমন আহমদ,আক্তার হোসেন,অলি রহমান,শাহ আলী,আতিক হোসেন,লোকমান হোসেন, সুহেল আহমদ,খায়ের আহমদ ও হাসান আহমদ প্রমুখ।
পরে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ওভার ভিলা বাংলাদেশী জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান।
Leave a Reply