ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের সেবা দিতে সলিউশন সেন্টার এর নতুন শাখায় উদ্বোধন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের লুইস ব্লো তে বড় পরিসরে এই শাখাটি উদ্বোধন করা হয়। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীরা যারা নতুন আসে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় যার মধ্যে প্রথমত ভাষার কথা সমস্যা দ্বিতীয়তঃ ডকুমেন্ট প্রসেসিং এর বিষয়, ফ্রান্স সরকারের আইন-কানুন, এছাড়া বিভিন্ন দিক নির্দেশনা জানা থাকে না।তাই এই সলিউশন সেন্টার প্রবাসী বাংলাদেশীদের সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। এবং প্রথমে ফ্রান্সে আসার পর কিভাবে এদেশে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে হবে, এছাড়ো বাংলা থেকে ফ্রান্স অনুবাদ করা সব বিভিন্ন পরামর্শ দিয়ে যাবে সলিউশন সেন্টার থেকে।এছাড়াও ফ্রান্স ভাষা শিখার ক্লাস করা হবে সেন্টারে। এটি আগে প্যারিসের গার্দোনর্দের পরিচিত এস,এ শহিদ তাহের ভার এর পরিচালিত ” সলিউশন সেন্টার হিসেবে পরিচিত ছিল প্রবাসিদের বহুমুখী সেবাদানের লক্ষ্যে লাইন- ৭ ” লুইস ব্লো ” পার্শ্বে বৃহত পরিসরে উদ্ভোদন করা হয়েছে এখন। উদ্বোধনের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন অনুবাদক ও ফ্রান্স শিক্ষক মিছবাহুল হুদা ৷ বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলি হোসেন, ব্যবসায়ী নাছির, শাহিন, সোহেল, তারেক আহমদ, এ, রহিম, সৈয়দ মনসুর, মিজানুর রহমান সহ প্রমূখ এতে বহুমুখী কার্যক্রমের মধ্যে অন্যতম অনুবাদ, ফ্রান্স ভাষা শিক্ষা সহ প্রকার সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে এবং এতে করে প্রবাসী বাংলাদেশের উপকৃত হবে জানান সলিউশন সেন্টার এর কর্ণধর এস এ শহীদ বার তাহের
Leave a Reply