1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 11:06 am

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের পদত্যাগর দাবি

মোঃ ফখরুজ্জামান
  • Update Time : Friday, December 6, 2024
  • 127 Time View

ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের যদি লজ্জা থাকে তবে তিনি পদত্যাগ করবেন এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেত্রী মেরি লো পেন,এবং অগ্রিম প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার জন্য বলেন ফ্রান্সের বিরোধী দল RN এর নেত্রী মারি লো পেন। গতকাল ৪ ডিসেম্বর বুধবার পার্লামেন্টে অনাস্থা ভোটাভোটিতে ইমানুয়েল মাক্রনের নিয়োগ করা প্রধানমন্ত্রী বার্নিয়ের সরকারের পতন হওয়ার পর মারি লো পেন TF1 টিভিতে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। ফ্রান্সের চরম ডানপন্থী অভিবাসি বিরোধী দল RN এবং বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্টের ভোটে পড়ে যায় মধ্যপন্থী মিশেল বার্নিয়ের সরকার। আজ ৫ ডিসেম্বর তিনি পদত্যাগ পত্র জমাদেন। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি অফিসিয়াল ফর্মাল দায়িত্ব পালন করবেন। ফরাসি গণমাধ্যম Le Parisien জানিয়েছে সরকার পতন হলেও আগামী ২০২৫ সালের জুলাই মাসের আগে পর্যন্ত ফ্রান্স পার্লামেন্টের নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এর আগ পর্যন্ত একটা কোয়ালিশন সরকার হতে পারে RN এবং নিউ পপুলার ফ্রন্ট জোটের সমন্বয়ে। তবে অনেক কিছু নির্ভর করে ফ্রান্স প্রেসিডেন্টে’র উপর। ফরাসি রাজনীতিবিদরা গতকাল রাতে BFMTV এক টকশোতে বলেন সরকার পতনে প্রেসিডেন্টের আপাতত কিছুই হবেনা বটে। তবে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপর আগাম প্রেসিডেন্সীয়াল নির্বাচনের দাবী জোরালো হবে বলে মনে করেন সামনের দিনগুলোতে। পার্লামেন্ট ভোটাভোটিতে গতকাল বার্নিয়ার সরকারের পতন হয় যাহা বিগত ৬০ বছরের মধ্যে এমন সরকার পতন আর ঘটেনি ফ্রান্স পার্লামেন্টে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category