প্রবাসে সমাজ গঠনের পথে কিছু অদৃশ্য প্রতিবন্ধকতা
সাত্তার আলী সুমন।
ফ্রান্সে আজ এক লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। আমাদের এই কমিউনিটিতে অনেকেই আছেন, যাঁরা নীরবে-নিভৃতে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন — কেউ সাংস্কৃতিক অঙ্গনে, কেউ মানবিক সহায়তায়, কেউ সাংবাদিকতা কিংবা শিক্ষামূলক কাজে। এদের কাজের মাধ্যমে প্রবাসে আমাদের দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে।
আমি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সে প্রবাসী জীবনের পাশাপাশি কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। সংস্কৃতি, ক্রীড়া, মানবিক সহায়তা এমনকি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো বা কারও মৃত্যুর পর দেশে মরদেহ পাঠানোর মতো স্পর্শকাতর কাজেও নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে এসেছি।
আমি বিশ্বাস করি, প্রবাসে থেকেও দেশের জন্য, মানুষের জন্য, এমনকি মানবতার জন্য অনেক কিছু করা সম্ভব যদি ইচ্ছা থাকে।
কিন্তু আফসোসের বিষয়, এই সমাজেই কিছু মানুষ আছেন, যাঁদের কখনো কোনো গঠনমূলক কাজে দেখি না, কোনো সমাজসেবামূলক ভূমিকায় দেখি না,অথচ তারা সদা ব্যস্ত নেতিবাচক প্রচারণা চালাতে, অন্যদের হেয় করতে এবং বিভ্রান্তি ছড়াতে।
তাদের এই মানসিকতা শুধু সমাজসেবার পথকেই কঠিন করে তোলে না, নতুন প্রজন্মের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি করে।
তবুও আমি থেমে যাই না। কারণ আমি বিশ্বাস করি,সত্যিকারের কাজই মানুষের পাশে থাকে, আর অপপ্রচার বেশিদিন টেকে না।
সমাজের সবার প্রতি আন্তরিক আহ্বান
আসুন, আমরা সবাই মিলে এমন অসৎ ও নেতিবাচক মানসিকতাকে প্রতিহত করি এবং একটি সুন্দর, সহানুভূতিশীল ও ইতিবাচক প্রবাসী সমাজ গড়ে তুলি।
লেখাঃ সাত্তার আলী সুমন (শাহ আলম)
ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী, সমাজ সেবক ও দানবীর।
Leave a Reply