প্রধানমন্ত্রীর সাথে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির সাক্ষাত অনুষ্ঠিত।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও প্রধান সমন্বয়ক কে এম লোকমান হোসেন এবং সদস্য সচিব এম এ লিংকন মোল্লার নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের ১৭ জন সমন্বয়ক নেতৃবৃন্দ গত ১৩ ফেব্রুয়ারী রবিবার গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
উক্ত সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক ও সর্ব ইউ. আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, সমন্বয়ক ও ইটালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেহান উদ্দিন দুলাল, ইটালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সমন্বয়ক ও স্পেন আওয়ামী লীগের সভাপতি মো: আক্তার হোসেন, সমন্বয়ক ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন কবির, সমন্বয়ক ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন, সমন্বয়ক ও অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা বখতিয়ার, সমন্বয়ক ও ডাবলিন (আয়ারল্যান্ড) আওয়ামী লীগের সভাপতি মো. ফিরোজ হোসেন, সমন্বয়ক ও ডাবলিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলক সরকার, সমন্বয়ক ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনামউদ্দিন খালেক, সমন্বয়ক ও ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী, সমন্বয়ক ও জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন, সমন্বয়ক ও ইটালি আওয়ামী লীগ নেতা ইলিয়াস মাদবর, সমন্বয়ক শিবলী আক্তার (ইটালি) ও সমন্বয়ক নিজাম হোসেন (ইটালি)।
৪৫ মিনিট ব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ এ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা গভীর মনোযোগ সহকারে সকলের বক্তব্য শ্রবণ করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ইউরোপে বসবাসরত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দান, আগামী জাতীয় নির্বাচনে ভূমিকা রাখা, সর্বোপরি ভিশন ‘৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান।
প্রতিনিধি দলের পক্ষে প্রধান সমন্বয়ক কে এম লোকমান হোসেন মাননীয় প্রধানমন্ত্রীকে প্রবাসীদের প্রতি সদয় অবদান ও তাঁর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply