1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
September 20, 2025, 8:30 pm

প্যারিস মহামায়া পূজা পরিষদের নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।

রাসেল আহমেদ
  • Update Time : Monday, August 25, 2025
  • 667 Time View

প্যারিস মহামায়া পূজা পরিষদের নব নির্বাচিত কমিটি করা হয়েছে।এতে সকলের সম্মতিক্রমে  শ্রী উজ্জ্বল পালকে সভাপতি ও শ্যামল দেবনাথ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।  শ্রী অশোক  ঘোষ কে সাংগঠনিক সম্পাদক ও  শ্রী সঞ্জয় রায় কে অর্থ সম্পাদক মনোনীত  করে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়,উক্ত অনুষ্ঠানে   সভাপতিত্ব করেন আহবায়ক  শ্রী সাধন সরকার,ও রাজিব বড়ুয়া ও দশরথ পাল,প্রদীপ ঘোষ, সুজিত চক্রবর্তী,  অমর মজুমদার,  এবং রিপন দেবনাথ এর সার্বিক পরিচালনায় আজকের এই মহতী অনুষ্ঠানটি মিষ্টি বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় পরে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হবে বলে জানায়। প্যারিস মহামায়া পূজা পরিষদ দীর্ঘদিন যাবত ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে। এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা তারা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে বলে আশাবাদী নতুন কমিটির কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category