1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 2:48 am

প্যারিস মহামায়া পূজা পরিষদ এর আয়োজনে শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে।

রাসেল আহমেদ
  • Update Time : Friday, November 1, 2024
  • 183 Time View

প্যারিস মহামায়া  পুজা পরিষদ এর আয়োজনে শুভ দেওয়ালি বা মা কালির পূজা  উদযাপন করা হয়েছে।  ফ্রান্সের রাজধানী প্যারিসের  নিকটবর্তী  লা কর্ণব  এর নিউ মহল হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি, সুকান্ত সরকার ও  সাধারণ সম্পাদক অমর মুজুমদারের পরিচালনায়
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবু রিপন দেবনাথ। পূজাতে  উপস্থিত ছিলেন প্রধান  উপদেষ্টা অবনী দাস গোপাল, বাবু দশরথ পাল, প্রদীপ ঘোষ, শ্যামল দেবনাথ, সজীব ধর রঘু  লোকনাথ পাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস অশোক ঘোষ , সুদীপ দেবনাথ, বাবু সরকার, সমীর রায়, সাজু সরকার,
সঞ্জয় রায় জয় মন্ডল প্রাণ গোপাল সরকার, বাবু মিন্টু শীল, উত্তম শর্মা, মনোজ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদিকা  পূর্না বৈদ্য, প্রবীর রায়, বাপ্পী পাল, সুমন পাল, সহ সংগঠনের সকল সদস্য ও ভক্তবৃন্দ,
এছাড়াও অতীতের মধ্যে উপস্থিত ছিলেন , বাবু অজয় দাস সুমা দাস, পুষ্পা  দাস, দিপ্তী মন্ডন, জয়া বর্মণ সহ আরও অনেক শিশু শিল্পী,অনুষ্ঠানে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্গন। যাতে করে প্রবাসী বেড়ে ওঠার বাচ্চাদের মাঝে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়।  বাচ্ছাদের প্রতীযোগিতার মাধ্যমে সকল শিশু ও ভক্তবৃন্দের এক আনন্দ মিলন মেলায় পরিনত হয়,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category