1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 24, 2025, 6:36 pm

প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র বিজয় দিবস উদযাপন।

রাসেল আহমেদ
  • Update Time : Monday, December 23, 2024
  • 107 Time View

প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসে জন্ম ও বেড়ে উঠা  নতুন প্রজন্মের মাঝে একাত্তরের চেতনাকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাঙালির কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে লালনের আহবান জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যাগে প্যারিসের উপকণ্ঠ লা কর্নভের আইছা হলে ‘বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, সলিডারিতে আঁজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, আইছা প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ, লিগ্যাল এইড প্রেসিডেন্ট আজাদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সিনিয়র সহ সভাপতি মাহবুল হক কয়েছ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উপদেষ্টা হাজী মো. কাউসার, সভাপতি ফয়ছল উদ্দিন, লিগ্যাল এইডের প্রেসিডেন্ট আজাদ মিয়া, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সমন্বয়ক প্রফেসর সাইফুল আলম সবুজ, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ, বিশিষ্ট সমাজসেবক অজয় দাস , এসএ ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমদ, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমদ ও ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদ বাহিনীতে ।

একাত্তর; বাঙালির স্বাধীনতা ও গৌরবময় এক মহান ঐতিহাসিক অধ্যায় উল্লেখ করে
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তাক্ত সংগ্রামের পর ষোলই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভিযাত্রার মাইলফলক রচিত হলেও বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হতাশাজনক।

বক্তারা আরো বলেন, একাত্তরের চেতনার মূলমন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও ধর্মনিরপেক্ষতা আজোও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। এজন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনআকাঙ্খার সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও যুগ্ম সম্পাদক আবু তাহের রাজু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও শিব্বির আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজউদ্দীন, বিএফসি ক্লাব লাকর্নভের সভাপতি হুমায়ুন রশিদ, কালাইউরা একতা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সদস্য ওয়াহিদ ইসলাম,  নূর জাহান শরিফা পূর্ণতা, আবুল বাসার মুন্না, কাব্য দেব, সাখাওয়াত হোসেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাবুল আহমেদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সদস্য শেখ সরোয়ার জাহান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শিল্পী আরশি চৌধুরীর বায়োলিনের সুরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বারুণ বড়য়া, নিপ্সি ও রাদিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category