1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 7:26 am

প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সদস্য পদে আবেদন ও পুরাতন সদস্যদের নবায়ন আহ্বান

Reporter Name
  • Update Time : Friday, April 1, 2022
  • 928 Time View

ফ্রান্স সরকার কর্তৃক অনুমোদিত, ফ্রান্সে বাংলাদেশী সাংবাদিকদের পরিবারখ্যাত প্যারিস – বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ২০২২-২০২৪ সালের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন উপলক্ষে প্রেসক্লাবে সদস্য পদে আবেদন এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের আহ্বান করা হয়েছে ।

এ ব্যাপারে আগ্রহীদেরকে অবশ্যই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ফ্রান্সে অবস্থানরত/বসবাসরত হতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, বর্তমান কর্মপ্রতিষ্ঠানের নিয়োগপত্র, ও পরিচয়পত্র জমা দিতে হবে।

আগামী ৫ এপ্রিল ২০২২ ইংরেজি তারিখের মধ্যে প্রতিদিন নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

আগ্রহীরা প্রয়োজনে সাংবাদিক আবুল কালাম মামুন (মুঠোফোন নম্বর +33 7 53 52 75 21 ) ,  সাংবাদিক রাসেল আহমদ (মুঠোফোন +33 7 53 15 78 65 ) এবং সাংবাদিক শাহ সোহেল (মুঠোফোন +33 07 53 43 65 38 ) যোগাযোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category