তাজ উদ্দিন, ফ্রান্স থেকে :
শিল্প ও ভালোবাসার শহর ফ্রান্সের রাজধানী প্যারিসের হল এক হল রুমে গত বুধবার বিকাল ৬ টায় সিলেট বিভাগের তরুণদের সংগঠন সিলেট যুব ফোরামের অভিষেক সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি ওয়াদুদ আহমদ বাপ্পির সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম এর পরিচালনায় এতে
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ ।পবিত্র কোরআন থেকে পাঠ করেন মুন্না আহমদ ।
অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির নাম প্রকাশ করা হয়। উপদেষ্টা হলেন যথাক্রমে লিগেল এইড পরিচালক এ কে আজাদ,মানবাধিকার নেতা মহিউদ্দিন উদ্দিন সুহেল, কমিউনিটি ব্যক্তিত মাহবুবুল হক কয়েছ, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্স সভাপতি তাজ উদ্দীন, কবি ও মানবাধিকার নেতা সোহেল আহমদ, আইসার পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ ও কমিউনিটি নেতা এনায়েত রিপন ।
সংগঠনের অন্যান্য দায়িত্বশীল হচ্ছেন সহ-সভাপতি ইমতিয়াজ আহমদ দিলাল , শফিউল আলম সজল সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান , কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম শাহীন এবং প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ।
এছাড়াও উপস্তিত ছিলেন ইমরান আহমদ জাকেল, কামাল আহমদ, খালেদ আহমদ, সুহিন আহমদ , আব্দুর রশিদ চৌধুরী,পাবেন আহমদ , পারভেজ আহমদ ও অন্যান্য ।
সবায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যর্থ করেন নেতৃবৃন্দ।
Leave a Reply