দীর্ঘদিন যাবৎ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা ভিনদেশীয় সন্ত্রাসীদের হামলা শিকার হয়ে আসছেন গত কিছুদিন আগে রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে আফ্রিকান কিছু সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় চার দিন হসপিটালে থেকে তিনি মৃত্যুবরণ।
সোহেল রানার হত্যা বিচারের দাবী প্রবাসীদের নিরাপত্তা দাবি নিয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশ কমিউনিটি আন্দোলনের ডাক দিয়েছেন। রবিবার বিকেল ৩:৩০ মিনিট কয়েক হাজার প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাস্তিল শহর থেকে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এসে সবাই জড়ো হন। ফ্রান্সে বসবাসরত বিভিন্ন সংগঠন সামাজিক-রাজনৈতিক সকলস্তরের মানুষ উপস্থিত ছিলেন।রিপাবলিক চত্বরে এসে সবার মুখে একই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ফর সোহেল রানা। জাস্টিস ফর সোহেল রানা প্লাকার্ড নিয়ে সবাই একসাথে সম্মিলিত হয়ে রিপাবলিক চত্বরে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দাবি উত্থাপন করেন। দাবিগুলো প্রথমত #সোহেল রানার সুষ্ঠু বিচার #সোহেল রানার পরিবারকে এদেশে স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া। #ভিনদেশীয় সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তার দাবি # এবং সন্ত্রাসী হামলার বন্ধের দাবি করেন। আন্দোলনকারীরা জানান যতদিন পর্যন্ত সোহেল রানা হত্যার সুষ্ঠু বিচার না পান এবং তাদের দাবি-দাওয়া পূরণ না হয় ততদিন তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান।
Leave a Reply