1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 4:53 am

প্যারিসে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাব এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে

Reporter Name
  • Update Time : Wednesday, December 27, 2023
  • 388 Time View

প্যারিসে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাব নামে নতুন একটি ক্রীড়া সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে । ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী উদ্যোমী তরুণ যুবাদের নিয়ে গঠিত ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার বিকালে মেট্রোহোসের একটি হলে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন ।

ফ্রান্স থেকে আমাদের সহকর্মী রাসেল আহমদ জানান,

সংগঠনের সভাপতি কামাল শিকদারের সভাপতিত্বে ও ক্রিকেট ক্লাবের অধিনায়ক সজিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী , ব্যবসায়ী ইব্রাহিম হাসান,সরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,সংগঠক ওবায়দুল ইসলাম রিয়াদ, আমজাদ সিন্ধু , আসাদুজ্জামান সুমন ও কামাল পাশা প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন, ক্রিকেট খেলায় বিশ্বের দরবারে বাংলাদেশ দল যেমন সমহিমায় উচ্চ আসনে বিরাজমান তেমনিভাবে প্রবাসের মাটিতে নতুন এ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে ।

পরে সংগঠনের নেতৃবৃন্দকে পরিচয়সহ কেক কেটে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category