1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 11:14 am

প্যারিসে বর্ণিল আয়োজনে ‘সাফ ক্রিকেট টুর্নামেন্ট’র ট্রফি উন্মোচন

রাসেল আহমেদ
  • Update Time : Monday, November 11, 2024
  • 198 Time View

সামাজিক এসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে আগামী ১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’।
প্রথমবারের মতো সাফ কর্তৃক আয়োজিত দিনব্যাপি এ টুর্নামেন্ট প্রতিযোগিতা সকাল ৮টা থেকে প্যারিসের উপকণ্ঠ ববিনি মাঠে অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে মোট ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।

অনুষ্ঠেয় টুর্নামেন্ট সামনে রেখে রবিবার (১০ নভেম্বর) প্যারিসের ফাস্তি হলরুমে ট্রফি উন্মোচন করা হয়।
এতে অংশগ্রহণকারি দলের অধিনায়ক ও টীম ম্যানেজার উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে, ভাইস প্রেসিডেন্ট ফরাসি আইনজীবী আকাশ হেলাল, জেনারেল সেক্রেটারি মামুন হাসান, জয়েন্ট সেক্রেটারি আব্দুল হান্নান ইমন, ইভেন্ট অরগ্যানাইজার সেক্রেটারি রুমন আহমদ, স্পোর্টস সেক্রেটারি সাহাব উদ্দিন, কমিউনিকেশন তানিয়া আক্তার ও নাফিজা আনজুম।

ট্রফি উন্মোচন পূর্বে অংশগ্রহণকারি ক্লাবসমূহ এবং আয়োজক সংগঠন সাফ’র মধ্যে অঙ্গীকার চুক্তি সম্পন্ন হয়। এছাড়া সকলের উপস্থিতি লটারির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দল ও খেলায় সময় নির্ধারণী লটারি করা হয়। পরে সবাই মিলে “সাফ ক্রিকেট টুর্নামেন্ট : ২০২৪-এর ট্রফি উন্মোচন করেন।
এসময় সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে, সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনার মাধ্যমে পরিচ্ছন্ন একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য অংশগ্রহণকারি দলসহ সকল ক্রীড়ানুরাগীদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category