1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 23, 2024, 4:06 pm

প্যারিসে আবুল খায়ের চৌধুরী’র হত্যাকান্ডের প্রতিবাদ সভা করেছে সিলেট যুব ফোরাম

Reporter Name
  • Update Time : Monday, June 5, 2023
  • 763 Time View

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসে হত্যাকান্ডের শিকার হয়েছেন।
তিনি ২৩মে থেকে নিখোঁজ ছিলেন ২৬ মে বোয়াসি রেল স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফুঁসে উঠছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।
গতকাল রবিবার(৪ জুন)প্যারিসের কুটুমবাড়ি হলরুমে সিলেট যুব ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুজ্জামানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক ও কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম এর পরিচালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন মানবাধিকার নেতা মাহবুবুল হক কয়েছ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, সাংবাদিক অধ্যাপক অপু আলম, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ,বিশিষ্ট সমাজসেবক বিলাল আহমদ,
লুদুভিক বাংলা বিভাগের প্রধান এম আলী চৌধুরী, এটিএন বাংলা( ইউকে) ফ্রান্স প্রতিনিধি তাজ উদদীন,সুফিয়ান বিন এনাম, সংগঠনের উপদেষ্টা রিপন আহমদ।
শুরুতে পবিত্র পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন সিলেট নিউজ ওয়াল্ড ফ্রান্স প্রতিনিধি ময়নুল হক।পরে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
আলী হোসেন, রুহান আহমদ,হাসিব আহমদ,মাসুম আহমদ, শামীম আলম, জাবেদ মিয়া, সালেহ আহমদ, রুবেল হোসেন, অলি আহমদ,সাইদুল ইসলাম।

উল্লেখ্য ফ্রান্স প্রবাসী সোহেল রানা হত্যাকান্ডের একবছরের মাথায় বাংলাদেশী আবুল খায়ের চৌধুরীর হত্যাকান্ড সংগঠিত হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় সিলেট যুব ফোরাম ঐতিহাসিক রিপাবলিক চত্বরে মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর পূর্বে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের করণীয় নিয়ে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সালেহ আহমদ ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন এতে উপস্থিত ছিলেন নিউজ ২৪ এর ফ্রান্স প্রতিনিধ ফেরদৌস করিম আকঞ্জি,বাংলা টেলিগ্রাম এর সম্পাদক শাহ সোহেল আহমদ, এনটিভি( ইউকে)ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম, প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি আহমদ সাবুল উক্ত মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফ্রান্স সরকারের কাছে স্মারকলিপির প্রদান করার।
চৌধুরী আবুল খায়েরের লাশ এখন পর্যন্ত ফ্রান্সের মর্গে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে দেশে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category