প্যারিসে অন্নপূর্ণা পূজা পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। প্যারিসের নিকটবর্তী লা কর্ণভ শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট রুবি তে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। । বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু শ্রী শ্যামল নাথ ভৌমিকের পরিচালনায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা পূজা পরিষদের পক্ষ থেকে শ্রী বিষ্ণু বৈষ্ণব, খোকন ঘোষ, সঞ্জয় বণিক, বিজয় সাহা, নিমাই দেবনাথ, অসীম নাথ, রতন চক্রবর্তী, অজয় দাস, ঝন্টু সাহা, বিপ্লব দাস, নকুল ভৌমিক, সান্টু ঘোষ, দীপক সরকার, অশোক সাহা, জিতেন সূত্রধর, টুটুল পাল, পুলক মজুমদার এবং কানাই শীল।এছাড়াও প্যারিসের হিন্দু ধর্মালম্বী অনেক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আগামী দুর্গাপূজার নিমন্ত্রণ কার্ড উন্মোচন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এবং আগামী দুর্গাপূজা জাঁকজমক ভাবে প্যারিসে এই সংগঠনের আয়োজনে আমরা উদযাপন করব। এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করে দেব। পরে অনুষ্ঠান শেষে সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
Leave a Reply