1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 8:12 am

নকশী বাংলা ফাউন্ডেশন মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাসেল আহমেদ
  • Update Time : Monday, March 11, 2024
  • 461 Time View

নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০ বছর পূর্তি “নকশী বাংলা’র”  মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
। প্যারিসের পাঁচ তারকা  বলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ এর সভাপতিত্বে  সাংবাদিক তাইজুল ফয়েজ এর পরিচালনায় 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, নৌ কমান্ডো এনামুল হক। নকশী বাংলার বিশেষ সম্মাননা ২০২৪ এ ভূষিত হলেন  সালেহ আহমদ চৌধুরী, মির্জা মাজহারুল ইসলাম,এমদাদুল হক স্বপন, সাংবাদিক  ফেরদৌস করিম আকঞ্জি, ফয়ছল উদ্দিন, সেলিম রেজা, কবি লোকমান আহমদ আপন, আক্তার দেওয়ান শামীমা,সরকার মিজানুর রহমান, সাব্বির আহমদ, সাদিকুর রহমান।নকশী বাংলা  বইয়ের উপর আলোকপাত করেন  ওবায়দ উল্লাহ কয়েছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী, আশরাফুল ইসলাম,অধ্যাপক অপু আলম, আলী আজম খান,একে আজাদ, সাংবাদিক জাকির হোসাইন, মাসুদ হায়দার, এলান খান চৌধুরী, রাহুল চৌধুরী, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, আই অন টিভি ফ্রান্স প্রতিনিধি এম আলী চৌধুরী, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ,প্রতিদিনের বাংলাদেশ ফ্রান্স প্রতিনিধি সাবুল আহমদ, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, মতামত নিউজের সম্পাদক অমিত চৌধুরী মারুফ, ওয়েব নিউজ এর সিইও বদরুল বিন আফরোজ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ময়নুল হক অনুষ্ঠানে  বিপুল প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। নাম গুলো প্রটোকল অনুযায়ী নয় প্রোগ্রামের ধারাবাহিকতায় দেয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন  মহান মুক্তিযুদ্ধের পর থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সামাজিক সংগঠনগুলো। দুঃখজনক হলো সামাজিক সংগঠন সৃষ্টি হয় কালের বিবর্তনে হারিয়ে যায়, কিন্তু নকশী বাংলা ফাউন্ডেশন এর ব্যতিক্রম ২০ টি বছর থেকে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিকল্পিত ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যা অত্যন্ত আনন্দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category