1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 24, 2024, 6:44 pm

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
ইতালি আওয়ামী লীগের নতুন কমিটির
শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Saturday, October 29, 2022
  • 847 Time View

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
ইতালি আওয়ামী লীগের নতুন কমিটির
শ্রদ্ধা নিবেদন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার অনুমোদনের পর ইতালি আওয়ামীলীগ
ধানমন্ডির ৩২ নম্বরে
অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। এ সময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জিএম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের
নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর
হোসেন, ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান, সাবেক সহ-সভাপতি রেহান উদ্দিন দুলালসহ ঢাকায় অবস্থানরত বিপুলসংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ইতালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইতালির আওয়ামীলীগের কার্যক্রম পরিচালিত হবে। তারা ইতালিতে ফিরে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে ইতালি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে বলেও মনে করেন তারা। ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শ সর্বত্র ছড়িয়ে দিয়ে দলকে আরো শক্তিশালী করারও অঙ্গীকার করেন এই দুই নেতা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তারা “বঙ্গবন্ধু ট্রাস্টে”র কিউরেটর এন আই খানের সাথে সেজন্য সাক্ষাৎ করেন। এ সময় এমন আই খান সকলকে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খুব শিগগিরই তাদের সাংগঠনিক সফর শেষে ইতালিতে ফিরবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category