দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য-লন্ডনে আব্দুস সোবহান গোলাপ এমপি
লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপ এমপি বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতা আনার জন্য প্রবাস থেকে কাজ করার আহ্বান জানান এই নেতা।
লন্ডনে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটিসহ বিভিন্ন দেশের দলীয় নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, জননেত্রী দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আর এ কারণেই আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
তিনি ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করারও আহ্বান জানান। জনাব গোলাপ বলেন, ইতালিসহ আওয়ামী লীগের
অন্যান্য দেশের কমিটির ব্যাপারে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।
এ সময় সর্বইউরোপিয়ান আওয়ামীলীগের সমন্বয় কমিটির আহবায়ক কে এম লোকমান হোসেন, সদস্য সচিব লিংকন মোল্লা,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয়কারী ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুল রশিদ বুলু, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাস কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, আতিয়ার রসুল কিটন, আওয়ামী লীগ নেতা
আতাউর রহমান আতা, শাকিল খান পান্না, রফিক খান , শাহাদাত হোসেন,হাফিজুর রহমান,খালেদ ইসলাম, ,রাজ,
মিজান খান , মহসিন ভূঁইয়া, ফিরোজ খান, সোয়েব দেওয়ান,
সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রাখেন।
Leave a Reply