আসুন ভবিষ্যত রক্ষা করি
আসুন তুলুজের ভবিষ্যৎ গড়ে তুলি ।
নতুন বছর ২০২৫ উপলক্ষে শনিবার ১৮ জানুয়ারী তুলুজ, ফ্রান্সের সম্মানিত মেয়র মহোদয় জনাব, জন লুক মূডেঙ্ক-এর Cérémonie des vœux শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া দাওয়াতে আমরা ।
মাননীয় মেয়র তাঁর বক্তব্যে জানান, তুলুজের বহুল কাঙ্ক্ষিত তিন নম্বর মেট্রো রেলের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে । এছাড়াও অন্যান্য প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে । তিনি নগর উন্নয়ন সহ তুলুজ-বাসীর সেবায় তাঁর বহুমুখী পরিকল্পনা তুলে ধরেন ।
এ সময় মেয়র মহোদয় বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ- ফ্রান্সের সম্মানিত প্রেসিডেন্ট জনাব, ফকরুল আ ক ম সেলিম-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।
কমিউনিটির সম্মানিত সভাপতি অনাগত দিনে মেয়রের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত ।
বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ, ফ্রান্সের পক্ষ থেকে সম্মানিত মেয়র মহোদয় এবং সকল নেতৃবৃন্দদের-কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি ।
Leave a Reply