1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
February 23, 2025, 9:12 pm

ডিএক্সএন কোম্পানির ২২বছর পূর্ণ

নিজস্ব প্রতিবেদক (ওমান)
  • Update Time : Sunday, February 23, 2025
  • 61 Time View

গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার ওমানে ইজকি পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ওমানে ডিএক্সএন কোম্পানির ২২বছর পূর্ণ উপলক্ষে জমকালো এক অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন ওমান ইজকির স্থানীয় এমপি,মালয়েশিয়ার কান্ট্রি এম্বাসিডর ওমানে ডিএক্সএন কোম্পানির স্পনসার সুলতান আল উই, ডিএক্সএন কোম্পানির গালফ মার্কেটিং অপারেশন ম্যানেজার, সহ আরো অনেকে। ডিএক্সএন কোম্পানির বার্ষরিক টার্গেট যারা পূরুন করেছেন উক্ত অনুষ্ঠানে তূর্কি ভ্রমন এর টিকেট দিয়ে তাদের কে সম্মাননা দেয়া হয়।ওমানের যে সকল ওমানী ডিএক্সএন বিজনেস করে ভাল পজিশন তৈরি করেছেন তাদের সবাইকে ক্রেষ্ট প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশীদের মধ্যে এস,এম,ওয়াহিদ, মোঃ মোশাররফ হোসেন, এবং বেলাল হোসাইনকে স্টার ডায়মন্ড পদবির জন্য সার্টিফিকেট প্রদান করা হয়।উপস্তিত ছিলো মোঃ জহিরুল ইসলাম জীবন স্টার এজেন্ট এবং আরো অনেক বাংলাদেশী। ডিএক্সএন কোম্পানির বাংলাদেশী বিজনেস লিডার হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইন উদ্দিন ডাবল ডায়মন্ড তিনি বলেন আসুন আমরা সিদ্ধান্ত নেই আজকে থেকে ডিএক্সএন বিজনেসটা শুরু করবো দেখেন সফলতা একদিনে আসে না এর জন্য শ্রম দিতে হয় আপনি ডিএক্সএন বিজনেসে শ্রম দেন ডিএক্সএন বিজনেস আপনার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ এসময় ওমান,কুয়েত,ইয়েমানসহ আরো অনেক দেশের সফল ব্যক্তিরা তাদের সফলতার গল্প তুলে ধরেন সবার বক্তব্যে একটা কথা স্পষ্ট হয়, যে ডিএক্সএন বিজনেস করতে কোন ইনভেস্ট লাগে না শুধু মাএ পোডাক্ট ব্যবহার, শেয়ারিং এবং টীম তৈরি করে আপনি সফল হতে পারবেন বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হয় শেষ হয় রাত ১০.৩০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত থাকা সবার টিকেট ড্র করে ৫জন কে লেপ্টপ সহ আরো অনেক পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category