ডিএক্সএন ওমান এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ডিসেম্বর ২০২৪ইং রোজ শুক্রবার আয়োজন করা হয় বাংলা কমিউনিটি গ্রেট টুগেদার অনুষ্ঠান। বিকেল টায় ওমান সময় অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন মাইন উদ্দিন স্যার (ডাবল ডায়মন্ড)। প্রধান অতিথি মাইন উদ্দিন স্যার প্রথমে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনস্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে বলেন আমরা যারা ওমান প্রবাসী বা পৃথিবীর যে কোন দেশে বসবাস করি আমরা চাইলে কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস টা করতে পারি। কারণ আমরা যারা প্রবাসে থাকি যতো দিন কোম্পানির কাজ করি ততো দিনই কোম্পানি আমাদের কে বেতন দেয়৷ কিন্তু একটা সময় যখন আমরা দেশে চলে যাবো তখন কোম্পানি আপনার আমার কোন খোঁজও রাখবে না৷ তাই এখন থেকে যদি আমরা কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে টীম তৈরি করতে পারি তাহলে এখান থেকে আমরা আজীবন ইনকাম করতে পারবো।পৃথিবীর যে কোন দেশে বসে প্রায় বিশ্বের ২০৬টি প্লাস দেশে আমরা এই বিজনেস টা করতে পারি। ডিএক্সএন হচ্ছে প্রোডাক্ট বেসিক কোম্পানি এবং ডিএক্সএন কোম্পানির প্রত্যেক টা প্রোডাক্ট মাসরুম দিয়ে তৈরি৷ ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার এবং শেয়ারিং করে আমরা এই বিজনেস টা করতে পারি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস,এম,ওয়াহিদ (স্টার ডায়মন্ড) এস,এম,ওয়াহিদ বলেন, আপনারা যদি ডিএক্সএন বিজনেস করে সফল হতে চান তাহলে তিনটি কাজ করতে হবে। এক কোম্পানির সকল সঠিক ইনফরমেশন গুলো আগ্রহী ব্যাক্তি কে জানাতে হবে।দ্বিতীয় আপনি কোন ভূল ইনফরমেশন কাউকে দিবেন না আর তৃতীয় হচ্ছে কোম্পানির প্রোডাক্ট এর গুনগত মান শেয়ারিং করা।এই তিনটি কাজ করলে ইনশাআল্লাহ আপনি ডিএক্সএন বিজনেস করে সফল হতে পারবেন৷আরও উপস্থিত ছিলেন
বেলাল হোসাইন (স্টার ডায়মন্ড)
তোফায়েল আহমেদ (স্টার ডায়মন্ড)
মোশাররফ হোসেন (স্টার রুবি)
জহিরুল ইসলাম জীবন (স্টার এজেন্ট) জহিরুল ইসলাম জীবন বলেন, আজকে এই প্রোগ্রামে এই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন এস,এম ওয়াহিদ সাহেব।ওনি আজ থেকে দুই বছর আগে আমাকে ডিএক্সএন বিজনেসের দাওয়াত দেন৷ আর সেই দিনই আমি সিদ্ধান্ত নেই আমি ডিএক্সএন বিজনেস করবো।সেই থেকে আজও আছি ইনশাআল্লাহ সব সময় থাকবো।আমরা অনেকেই কাজ না করেই সফল হতে চাই।পৃথিবীর সফল ব্যাক্তিদের জীবনী একটু পড়ে দেখেন কত কষ্ট করে ওনারা সফল হয়েছে৷ আপনিও যদি সফল হতে চান তাহলে শ্রম দেন ডিএক্সএন বিজনেসে একটা সময় আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সবাই কে ধন্যবাদ জানান। প্রোগ্রাম উপস্থাপনায় ছিলেন মোশারফ হোসেন। এতে আরো অনেকেই উপস্থিত ছিলেন
Leave a Reply