ইতালি প্রতিনিধি:
রাজধানী রোম সফররত জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়াকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন ইতালি। স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মজির উদ্দিন , মকবুল হোসেন, মাসুক আলি, অলি আহমেদ, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, জালালাবাদ এসোসিয়েশন নাপলী শাখার সভাপতি মোঃ শরফ উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিদ, নরসিংদী জেলা সমিতির সভাপতি হাজী মোঃ সেলিম ভুঁইয়া, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি জামিলুল আরিফ, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরফিন,সহ সভাপতি মইনুলসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাসান মাহামুদ,খান রিপন ও রিয়াজ হোসেন।
বক্তারা ইউরোপ তথা ইতালিতে বসবাসরত বৃহত্তর সিলেটের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
হেনু মিয়া জালালাবাদ এসোসিয়েশন ইতালি শাখার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, যেভাবে এই সংগঠন দেশে ও প্রবাসে কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস এই ধারাবাহিকতা অব্যহত থাকলে আমাদের সকল শাখার মধ্যে এই শাখা হবে অন্যতম শক্তিশালী।
শেষে ইতালির বিভিন্ন প্রান্ত থেকে জালালাবাদের অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি অন্যন্য সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply