জালালাবাদ এসোসিয়েশন নাপলী’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সাঞ্জুসেপ্পে ভেসুবিয়ানো বনাম তেরোচিনো ভেসুবিয়ানো অংশগ্রহণ করেন
তেরোচিনো ভেসুবিয়ানো কে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সাঞ্জুসেপ্পে ভেসুবিয়ানো।
,
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিতিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নাপলী’র সভাপতি সরফ উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্তিতিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নাপলী এর উপদেষ্টা গৌছ উদ্দিন
আরো উপস্তিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নাপলী এর সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক জাফর আহমদ,
সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, এমরান হোসাইন লিটন,
অর্থ সম্পাদক জায়েদ আহমেদ সহ
প্রচার সম্পাদক আরাফাত শিপলু প্রমুখ।
খেলা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নেপলি শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন লিটন ও খেলা পরিচালনা করেন জুমন আহমেদ ও আলিসা মাহমুদ ।
অনুষ্ঠানে আসা অতীতের বলেন প্রবাসের মাটিতে এই ধরনের খেলাধুলা প্রবাসীদের মনকে যেমন সতেজ রাখবে সে সাথে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাই এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। এ ধরনের খেলার আয়োজন যেন সবসময় অব্যাহত থাকে সে বিষয়ে সংগঠনের প্রতি আহ্বান জানা।
Leave a Reply