1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 9:51 am

জাতীয় প্রবাসী দিবসে ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বর্ণাঢ্য আয়োজন

Reporter Name
  • Update Time : Tuesday, January 3, 2023
  • 775 Time View

জাতীয় প্রবাসী দিবসে ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বর্ণাঢ্য আয়োজন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: গত ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদিত ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ইতালির ভেনিসে বিপুল উৎসাহ উদ্দীপনায় স্থানীয় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্কের সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এবং ইতালিতে নিযুক্ত কনসাল জেনারেল এম এইচ জে জাবেদ ভিডিও বার্তার মাধ্যমে প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ জুয়েল খান, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন। ছাড়াও ভেনিসের বিভিন্ন আঞ্চলিক,‌‌ সামাজিক‌ ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা।

প্রবাসীদের রেমিট্যান্সে দেশের ব্যবসা‌ বাণিজ্য, শিল্প উৎপাদন, স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরো অবদান রাখতে ৩০শে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় শাইখ আহমেদ ও সাইফুউদ্দিন খালেদ‌ এর যৌথ পরিচালনায় ভেনিস বাংলা মিউজিকের সভাপতি আজাদ খানের নেতৃত্বে স্থানীয় শিল্পীদের গান পরিবেশনের মাধ্যমে মাতিয়ে রাখেন আমন্ত্রিত অতিথিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category