জয় শ্রী রাম প্যারিস ফ্রান্সের উদ্যোগে শ্রী শ্রী গৌর পূর্ণিমা ও দোল উৎসবের আয়োজন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্নবের নিউ মহল হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এই দোলযাত্রা উৎসবে মনমুগ্ধকর ধর্মীয় থিম উপস্থাপন করা হয় এই থিম পরিচালিত হয় নিশিতা দে দাস এর পরিচালনায়, যা মন্দির প্রাঙ্গনে আসা সকল ভক্তবৃন্দের কাছে প্রশংসিত হয়। আনন্দ উল্লাসে পুরো দিনটি একটি মিলন মেলায় পরিণত হয়। জয় শ্রীরাম এর পক্ষে পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন:
সঞ্জয় বনিক, পলাশ দাস, অসীম নাথ, অজয় দাস, সমীর শীল, প্রশান্ত সরকার, অনুপ সাহা এবং বিনয় শীল।
এছাড়াও উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন জিতেন সূত্রধর, অরবিন্দ পোদ্দার, শ্যামল বিশ্বাস এবং সুশান্ত সরকার।
আরো সহযোগিতায় ছিলেন: প্রবীর শীল, পলাশ মন্ডল, গণেশ সাহা, প্রতীক সূত্রধর, সুজন শীল, উত্তম বারুই,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হেলি রায়, নিতাই দত্ত, অজয় দাস, শ্যামল দাস, সোমা দাস শ্যামল নাথ ভৌমিক।
সার্বিক সহযোগিতায় ছিলেন: খোকন ঘোষ, দীপক সরকার, বাদল দেবনাথ, বাবু সরকার।
বিভিন্ন আয়োজন এরপর সন্ধ্যায় হোলি খেলায় মেতেছিল ছিল সকলেই। নাচে গানে এইযেন এক উৎসবের সমাহার ছিল। এছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও অংশগ্রহ করেন ও।এতে করে তাদের মাঝে বাংলার সংস্কৃতিকে ধারণ করতে সহযোগিতা করে। পরে সকালের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply