1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
February 22, 2025, 5:23 pm

জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের আয়োজনে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব উদযাপন করা হয়েছে।

রাসেল আহমেদ
  • Update Time : Monday, June 3, 2024
  • 853 Time View

জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের পক্ষ থেকে
শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব
আয়োজন করা হয়েছে ।ফ্রান্সের রাজধানী প্যারিসের  লাকর্ণব এর নিউমোন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কয়েকশত হিন্দু ধর্ম অবলম্বীদের উপস্থিতিতে  এক মিলন মেলায় পরিনত হয় পূজা মন্ডপে। দুপুর ১২.০০ টা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে অনুষ্ঠান।পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মেতে ছিলেন অনুষ্ঠানের আশা সকলেই। অনুষ্ঠানের আশা সকলেই ধন্যবাদ জানানোর আয়োজকদের এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন  করার জন্য। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন
প্রশান্ত সরকার, বিনয় শীল, টিংকু পাল, পলাশ দাস, জনি সরকার, সুমন দাস,প্রবীর শীল, উত্তম বারুই, সবুজ মন্ডল, নারায়ণ মন্ডল, দীপঙ্কর কর্মকার,সঞ্জয় বিশ্বাস, রিপন দাস, স্বাগতম ডালি,সহ আরো অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন
অজয় দাস, বাসুদেব বনিক, জয় দেব, সুফল অধিকারী,শ্যামল দাস, শুভ দাস, অমিত দাস,রজত দেব,বাদল দেবনাথ, সমীর রায় দিলীপ মন্ডল,
সুমা দাস, সাথী মজুমদার, মিতালী দেবনাথ, সুজতা বিশ্বাস৷ রূপশ্রী অধিকারী, সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category