1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
April 26, 2025, 10:09 am

ওমান মাস্কাট বারকা রিসোর্টে ডিএক্সএন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে পুনর্মিলনী।

এস,এম ওয়াহিদ (ওমান প্রতিনিধি)
  • Update Time : Wednesday, April 2, 2025
  • 393 Time View

ওমান মাস্কাট বারকা রিসোর্টে ডিএক্সএন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

সুলতানাত অফ ওমান, মাস্কাট বারকা রিসোর্টে ডিএক্সএন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে গত ০১/০৪/২৫ অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড ডায়মন্ড নুরুল আবছার। তিনি বলেন আমরা যারা প্রবাসী আমরা চাইলে চাকরির পাশাপাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ডিএক্সএন বিজনেস টা করতে পারি আর এই বিজনেস করতে যেকোনো পেশার মানুষের ইচ্ছেই যথেষ্ট। আপনারা মাত্র ২বছর ডিএক্সএন বিজনেসে লেগে থাকুন পন্য ব্যবহার করুন এবং শেয়ার করার মাধ্যমে সাকসেস হতে পারেন। ডিএক্সএন বিজনেসে টীম তৈরি করে আপনি ডিএক্সএন কোম্পানি থেকে আজীবন ইনকাম করতে পারবেন। কোম্পানির ২০০+ দেশে নিজস্ব কার্যক্রম আছে এবং ডিএক্সএন কোম্পানির নিজস্ব প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আপনার আমার প্রতি দিনের প্রয়োজনীয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার ডায়মন্ড এস,এম ওয়াহিদ তিনি বলেন আপনি ডিএক্সএন বিজনেস কেনো করবেন? প্রথমতো আপনি সুস্থ থাকার জন্য কারণ ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে সুস্থ রাখবে দ্বিতীয়তো প্রোডাক্ট ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন এবং আন্তর্জাতিক ব্যবসায়ি হতে পারবেন। উপস্থিত ছিলেন স্টার ডায়মন্ড মোশাররফ হোসেন তিনি বলেন আমি একজন সফল ব্যবসায়ি ওমানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আমার রয়েছে তারপর ও আমি ডিএক্সএন বিজনেস করে ডায়মন্ড হয়েছি
,তাহলে আপনারা কেন এই বিজনেস করবেন না।এছাড়া আরো বক্তব্য রাখেন স্টার ডায়মন্ড বেলাল হোসাইন। স্টার এজেন্ট মোঃ জহিরুল ইসলাম জীবন, স্টার এজেন্ট সরদার মাসুদ আলম,স্টার এজেন্ট হেদায়েত উল্লাহ,স্টার রুবি আজিম,স্টার রুবি মেহরাজ,স্টার এজেন্ট ফরহাদ হোসেন সহ আরো অনেকে।
সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category