ওমান মাস্কাটে ডি এক্স এন অফিসে বাংলাদেশী বিজনেস পার্টনারদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রিপোর্ট করেছেন ওমান প্রতিনিধি এস,এম,ওয়াহিদ সাথে আছি আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি।
২১শে মার্চ শুক্রবার ওমানের রাজধানী মাস্কাট ডিএক্সএন হেড অফিসে বাংলাদেশী বিজনেস পার্টনারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
এতে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং ইফতারের আগে সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।ইফতার শেষে ধর্মীয় আলোচনা করেন এস,এম,ওয়াহিদ। ডিএক্সএন বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করেন গোল্ড ডায়মন্ড নুরুল আবছার এবং স্টার ডায়মন্ড মোশাররফ হোসেন।
বিশেষ বক্তব্যে ছিলেন মাইন উদ্দিন ডাবল ডায়মন্ড, জহিরুল ইসলাম জীবন স্টার এজেন্ট,নুরুন নবী স্টার এজেন্ট, হেদায়েত উল্লাহ,স্টার বাকের প্রমুখ এসময় বক্তারা ডিএক্সএন বিজনেস অপরচুনিটি নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।বিশেষ করে প্রবাসীরা যারা দেশে চলে গেলে আর ইনকাম থাকেনা তাদের জন্য ডিএক্সএন বিজনেস করা বেশি জরুরি বলে বক্তারা মত প্রকাশ করেন।
Leave a Reply