1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 8:15 am

একুশে বই মেলাতে প্রকাশিত হলো কাজী এনায়েত উল্লাহর দুইটি বই।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Thursday, February 29, 2024
  • 790 Time View

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ফ্রান্সের প্রবাসী ব্যবসায়ী লেখক, সংগঠক ও উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহর দুইটি বই। বইগুলো হচ্ছে উপন্যাস ‘প্রথম সমর্পণ’ এবং গল্পগ্রন্থ ‘নিয়ন্ত্রিত পৃথিবী’।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়েছে। কাজী এনায়েত উল্লাহর এবারের দুটি বই প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে।

বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন- লেখক কাজী এনায়েত উল্লাহ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফখরুল আকম সেলিমসহ শিল্প -সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা।

এর আগে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব ও লেখক কাজী এনায়েত উল্লাহর ৫টি বই এবং একটি ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category