1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 23, 2025, 1:18 am

ইমিগ্রেশন ও আইনি সহায়তায় ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার শুভ উদ্বোধন

মিনহাজ হোসেন
  • Update Time : Wednesday, March 8, 2023
  • 694 Time View

প্রবাসীদের ইমিগ্রেশন আইনি সহায়তায় ও কাফ পাত্রোনাতো সার্ভিসের লক্ষ্যে রাজধানী রোমের বাংলাদেশীদের প্রাণকেন্দ্র ত্রিবুরতিনাতে বাঙালি সহ বিভিন্ন ভাষাভাষী মানুষদের সঠিক সেবা প্রদানের লক্ষ্যে সাইফুল ইসলাম, সাদিয়া আফরোজ সালমা ও আয়নাল ফকির এর যৌথ পরিচালনায় শুভ উদ্বোধন হয়ে গেল ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখা।

ভিয়া কুপরা ৪৪ (Via Cupra 44) ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন ন্যাশনাল কাফের প্রতিষ্ঠাতা এ কে জামান।

এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীরা ও ন্যাশনাল কাফ প্রেনেসটিনা, তুসকোলানা এবং প্রধান কার্যালয়ের কর্মকতাগন উপস্থিত ছিলেন।

এ কে জামান বলেন, তিবুরতিনা শাখার মাধ্যমে প্রবাসীরা ন্যাশনাল কাফের আইনি, ইমিগ্রেশন‌, পাত্রোনাতো সহ সকল সার্ভিস সরাসরি পাবেন। তিনি শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য ন্যাশনাল কাফ ২০১৯ সাল থেকে ইতালীব্যপী প্রবাসীদের জন্য কাফ সার্ভিস অত্যন্ত সুনামের সাথে দিয়ে আসছে।
ন্যাশনাল কাফের মাধ্যমে প্রতিবছর দশ হাজারের বেশী প্রবাসীরা বিভিন্ন বোনাস সহ নিয়মিত সেবা গ্রহন করছেন। শীঘ্রই অনলাইন সার্ভিসের মাধ্যমে এই সার্ভিস সমূহ প্রবাসীদের আরো হাতের কাছে নেয়ার পরিকল্পপনা জানান ন্যাশনাল কাফের পরিচালকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category