রোম প্রবাসী নারীদের ঈদ পুনর্মিলনী উৎসব
ইতালি প্রতিনিধি : রাজধানী রোম প্রবাসী গৃহবধূরা ঈদ পুনর্মিলনীতে উচ্ছ্বাসে মেতে ছিলেন। দুই বছর পর একসাথে হতে পেরে আনন্দিত গৃহবধূরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চান সকলকে। নারী নির্যাতন বন্ধে এবং তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কমিউনিটির নেতারা।
করোনার বিধিনিষেধের কারণে রোমের বধূরা গেল দুই বছর এভাবে ঐক্যবদ্ধ হয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। বর্ষবরণ উৎসব কিংবা জাতীয় দিবসগুলোতে তারা ছিলেন অনেকটাই ঘরবন্দি। বিধি নিষেধ শিথিলের পর এবার ঈদ পুনর্মিলনীতে ইতালির গৃহবধূরা উৎসব আনন্দে মেতে ছিলেন।
রোমের নারীনেত্রীদের আয়োজনে ঈদ পুনর্মিলনীতে উপস্থিত হতে পারে খুবই খুশি তারা।
এভাবে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চান তারা
রোমের একটি হলে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী নেত্রী মেহনস তাব্বাসুম শেলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।এই পুনর্মিলনী উৎসবে সঞ্চারি সংগীতায়নের শিশু-কিশোররা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে নারী নেত্রী
জোবাইদা গুলশান আরা,সুলতানা নিগার মিতা,
শিল্পী চৌধুরী,সানজিদা বাসের
খুকুমনিআফরোজা আক্তার ডেইজি,কাকনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইতালির রাজনৈতিক এবং সামাজিক নেতারা উপস্থিত থেকে নারী নির্যাতন বন্ধে প্রবাসী গৃহবধূদের ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply